্কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে খাদ্যবান্ধব ডিলারদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আলাউদ্দিন ঢালির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, খাদ্যবান্ধব ডিলার, উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকারী উদ্যোগে পরিচালিত খাদ্যবান্ধব চাল শুধুমাত্র গরীব অসহায় মানুষদের জন্য প্রযোজ্য। চেয়ারম্যানদের দায়িত্ব হলো সমাজের গরীব মানুষদের সাথে কথা বলে তাদের নাম তালিকায় রয়েছে কিনা তা নিশ্চিত করা। সামনে পুরাতন তালিকা হালনাগাদ করা হবে, এ সময় এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, অতীতে ডিলারদের অনিয়মের খবর আমাদের কাছে আসার সাথে সাথে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি। নিয়োগপ্রাপ্ত ২জন ডিলারের বিরুদ্ধে অনিয়ম প্রমানিত হওয়ায় তাদের ডিলারশিপ বাতিল করা হয়েছে।
Leave a Reply