কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দলিল লেখক ও ব্যান্ডর সমিতির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম কাজল এর আয়ের সাথে সঙ্গতি নেই সম্পদের। সরকারি কর ফাঁকির মাধ্যমে দলিল রেজিস্ট্রি, অন অনুমোদিত সুদের ব্যবসা, ছোট ভাইবোনদের ঠকিয়ে জালিয়াতির মাধ্যমে বাবার জমি আত্মসাৎ সহ নানা অনিয়মের মাধ্যমে ফেসিবাদ সরকারের ছত্রছায়ায় অল্প দিনের মধ্যেই কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন এই দলিল লেখক।ফেসিবাদি সরকারের দোসরদের প্রত্যক্ষ সহযোগিতায় প্রথমে দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও পরবর্তী সময় সভাপতি নির্বাচিত হয়। দলিল লেখক সমিতির সভাপতি হওয়ার কারণে তার পিতার মাধ্যমে একই জমি একাধিকবার ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এবং গড়ে তুলে বিশাল সম্পদের পাহাড়। কালিগঞ্জ পৌরসভা দিন বড়নগর রাস্তার কালিগঞ্জ ডায়গনিষ্টক সেন্টারের পাশে ইতালিয়ান ফিটিংস ও টাইলস দ্বারা গড়ে তোলেন ৫ ইউনিটের ৭ তলা বিশাল আলিশান ভবন। যার নির্মাণ খরচ প্রায় শত কোটি টাকা। বালিগাঁও বড়বাড়ি মসজিদের পশ্চিম পাশে ছোট ভাইবোনদের ঠকিয়ে বাবার কাছ থেকে দলিল করে নেওয়া সম্পত্তির উপর ও নির্মাণ করেন চারতলা ডুপ্লেক্স বাড়ি। এছাড়াও জনশ্রুত রয়েছে নরসিংদীতে নামে বেনামে নাকি কোটি কোটি টাকার সম্পদ আছে তাঁর। কিভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে তা জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি আশরাফুল ইসলাম কে।
কালীগঞ্জ -গাজীপুর।

Leave a Reply