কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি ঃ কুষ্টিয়ার কুমারখালীতে সেচ পাম্প ইজারাকে কেন্দ্র করে সংঘর্ষে দু’পক্ষের ৮ জন আহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামে এঘটনা ঘটে। আহত হয়েছেন হামিদুল শেখ (৫০) নাঈম শেখ (২২) ইব্রাহিম শেখ (৬৫) ইয়ামিন শেখ (১৯) আলম শেখ (২০) ছমসের আলী মোল্লা (৫৫) রহুল আলম (৬০) শামসুল আলম (৫৮)।
জানা যায়, উত্তর কয়া গ্রামের হামিদুল শেখ একই এলাকার রবিউল মোল্লার কাছ থেকে সেচ পাম্প এক বছরের জন্য ইজারা নিয়ে পরিচালনা করেন। ইজারার মেয়াদ শেষ হবার দুইমাস আগেই রবিউলের ভাতিজা শাহীন মোল্লা সেচ পাম্প বুঝে দেওয়ার জন্য চাপ দিলে বুধবার সকালে রবিউলের স্ত্রীর সাথে হামিদুল শেখের পরিবারের মোবাইল ফোনে বাকবিতন্ডা হয়। পরবর্তীতে হামিদুল ও তার ছেলে সেচ পাম্পের কাছে গেলে রবিউলের ভাতিজা শাহীনের সাথে বাকবিতন্ডা হয়। এবং হামিদুল ও তার ছেলে বাড়ি ফেরার সময় শাহীনের বাড়ির সম্মুখে পৌঁছালে তাদের উপর হামলা করে শাহিন ও তার পরিবারের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, সেচ পাম্প নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply