“আবারও আসিব ফিরে”
হারেজ উদ্দিন হিরো
——————————————
আবারও আসিব ফিরে
ময়দান দীঘির পাড়ে,
শেষ বিকালে হারিয়ে যাব
সবুজ শ্যামল মাঠের ভিরে।
হিমেল হাওয়ায় জুড়িয়ে নেব
আমার ছোট্ট প্রাণ,
চলনবিলের অমৃত সুধা
করব গিয়ে পান।
আবারও আমি আসিব ফিরে
পরমানন্দ পুর বাটে,
দৌড়ে গিয়ে মিষ্টি খাব
ময়দান দীঘির হাটে।
আবারও গাঁয়ের মেঠো পথে
চলবে গরুর গাড়ী,
বোনকে আমি আনতে যাব
বোনের শ্বশুর বাড়ি।
আবারও আমি আসিব ফিরে
জন্মভূমির গাঁয়ে,
চলনবিলে ঘুরব আমি
পালতোলা এক নায়ে।
আবারও আমি আসিব ফিরে
জামাল কলেজ মাঠে,
শেষ বিকালে থাকব বসে
বড়াল নদীর ঘাটে।
Leave a Reply