কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার লালমাইয়ে যৌথ বাহিনীর অভিযানে লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান ও দেশীয় অস্ত্রসহ সালাউদ্দিন সুমন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সালাউদ্দিন সুমন লালমাই উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল হকের ছেলে।
পুলিশ জানায়, যৌথ বাহিনী শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের জালগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে একটি লাইসেন্সবিহীন অবৈধ এয়ারগান, ২৭টি এয়ারগানের বুলেট, পাঁচটি দেশীয় অস্ত্র ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, লালমাই আর্মি ক্যাম্প, লালমাই থানা ও ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন এয়ারগান দিয়ে স্থানীয় বিভিন্ন মানুষকে ভয় দেখাত বলে অভিযোগ পাওয়া গেছে। তার এয়ারগানের ভয়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
লালমাই থানার ওসি মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, সালাউদ্দিন সুমনে বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply