কুমিল্লার চৌদ্দগ্রামে জসিম উদ্দীন নামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে। চোরেরা আলমিরাতে রক্ষিত ৭ ভরি ওজনের স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে গেছে।এছাড়া চোরেরা ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১০টা ৪৫ মিনিটে উপজেলার শুভপুর ইউনিয়নের যশপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসী জসিম উদ্দীন অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে সোমবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার (০৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, যশপুর গ্রামের প্রবাসী জসিম উদ্দীন দীর্ঘদিন যাবৎ স্বপরিবারে দুবাইতে বসবাস করেন। গত ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর পালন করতে প্রবাসী জসিম উদ্দীনের স্ত্রী শাহনাজ জান্নাত সন্তানদের নিয়ে দেশ আসেন। ঈদ পালন শেষে ঘরের সকল দরজা-জানালায় তালা লাগিয়ে তিনি গত বুধবার (০২ এপ্রিল) বাবার বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার মাহিনী গ্রামে বেড়াতে যান। গত রোববার বাড়িতে ফিরে তিনি নিজ ঘরের উত্তর-পূর্ব পাশের শয়ন কক্ষের উত্তর দিকের জানালার গ্রিল কাটা দেখতে পান। পরে ঘরের তালা খুলে দেখেন, নিজ শয়ন কক্ষের সকল আসবাবপত্র এলোমেলো এবং দুটি স্টীলের আলমিরার সকল তালা ভাঙ্গা। পরে আলমিরা তল্লাশী চালিয়ে ও বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বুঝতে পারেন বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান পৌঁনে এগারোটায় অজ্ঞাতনামা চোর চক্র জানালার লোহার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটিয়েছে। এ সময় চোরেরা আলমিরাতে সংরক্ষিত ৭ ভরি স্বর্ণালঙ্কার যার অনুমান মূল্য ১০ লাখ ৬৫ হাজার টাকা, নগদ ২ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা সহ ১ লাখ ৮০ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এতে প্রবাসী জসিম উদ্দিনের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় প্রবাসী জসিম উদ্দিন বাদী হয়ে গত সোমবার চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: শামসুল আরেফিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: শামসুল আরেফিন বলেন, ‘চুরির ঘটনায় থানায় দায়েরকৃত একটি অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’
Leave a Reply