কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার গ্রামবাসীর বিক্ষোভের মুখে ভারতীয় সীমান্ত এলাকার গ্রামে ময়লার ভাগাড় স্থানান্তর প্রক্রিয়া অবশেষে স্থগিত করেছেন চৌদ্দগ্রাম পৌরসভা প্রশাসন।
জানা গেছে, কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বিশাল ময়লার ভাগাড় থেকে উৎকট দুর্গন্ধ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ায় মহাসড়কে যানবাহনের যাত্রী সাধারণসহ এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল এগারটায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও চৌদ্দগ্রাম পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন এবং চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদের নেতৃত্বে পৌরসভার লোকজন নিয়ে মহাসড়কের পাশের ময়লার ভাগাড় থেকে ট্রাক ও ট্রাক্টর যোগে ময়লা গুলো সরিয়ে চৌদ্দগ্রামের ভারতীয় সীমান্তবর্তী নাটাপাড়া গ্রামের সরকারি জায়গায় স্থানান্তর শুরু করতে গেলে স্থানীয় গ্রামবাসীরা এতে বাধা প্রদান করে। তাৎক্ষনিক গ্রামবাসীদের মানববন্ধন ও বিক্ষোভের মুখে পৌর ও পুলিশ প্রশাসন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে দীর্ঘদিনের ময়লা আবর্জনার ভাগারটি সরাতে ব্যর্থ হয়।
এ সময় বিক্ষুদ্ব গ্রামবাসীরা সাংবাদিকদের জানায়, ভারতীয় সীমান্তবর্তী নাটাপাড়া এলাকাটিতে ফসলি জমি ও আশপাশে আবাসিক এলাকা। এখানে ময়লার ভাগাড় করা হলে পরিবেশ হুমকির সম্মুখীন হয়ে পড়বে। পৌরসভার ময়লার ভাগাড়ের জন্য নির্জন এলাকায় ডাম্পিং এরিয়া করার দরকার। যাতে দু -এক কিলোমিটারের মধ্যে
কোন আবাসিক এলাকা না থাকে।
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ জামাল হোসেন জানান, নাটাপাড়া ভারত সীমান্তবর্তী এলাকায় সরকারি খালি জমিতে যেখানে ময়লার ভাগাড়টি স্থানান্তরের কথা ছিল, সেখানে পরিবেশ দূষণ হতো না। তবে কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তির ইন্দনে সাধারণ জনগণ বাধা দেয়। এতে মহাসড়কের পাশ থেকে ময়লার ভাগাড়টি সরানো সম্ভব হয়নি।
Leave a Reply