চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ চিওড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড কবরুয়া গ্রামের বাবর আলীর পুত্র রকিব ওরপে ইয়াবা ব্যবসায়ী ওরপে ছিনতাইকারী রকি’র অত্যাচারে অতিষ্ঠ এলাকা জনসাধারণ। ৫ আগষ্ট পরবর্তী সময়ে ভোল পাল্টে রাতারাতি একটি দলের কর্মী বনে যাওয়া রকি প্রকৃত পক্ষে মাদকবিক্রেতা। তার বিরুদ্ধে হুন্ডা চুরি’র নাঙ্গলকোট, লাকসাম ও চট্টগ্রামে মামলা রয়েছে। বেশ কয়েকবার পুলিশ এরেস্ট করে এবং কারাভোগ করে।২০২১ সালে চিওড়ার কাজি নয়নের বাড়িতে ভাংচুর ও লুটপাটের মামলার আসামী সে।
পারিবারিক সম্পত্তি নিয়ে পাশের সাস্তানগর গ্রামের সাহাব উদ্দিনকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে।মধ্য রাতে ১০/১৫ জন অস্ত্রধারি সহ হানিফ ভেন্ডারের বাড়িতে চাঁদার জন্য হুমকি দিয়ে আসে।
কান্দিরপাড় গ্রামের কামাল উদ্দিনকে মাটির ব্যবসায় ভাগ দিতে চাপ দিতে থাকে।গভীর রাতে মাটি কাটতে গিয়ে তেলিগ্রামের জামায়াত কর্মী মিজানুর রহমানের চাচাতো ভাই বাঁধা দিলে তাকে ধারালো ছুরি দিয়ে কোপাতে যায়। পরবতীতে তেলিগ্রামের লোকজনের দাওয়া খেতে পালিয়ে আসে।
তার অত্যাচারে সাধারণ জনগণ অতিষ্ঠ। জনসাধারণের মাঝে ভয় ও আতংক সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে দ্রুত ছিনতাইকারী রকিবকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী সহ এলাকাবাসী।
Leave a Reply