কুমিল্লার চৌদ্দগ্রামে এতিম শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের সংগঠকদের সম্মানার্থে কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্প্রতিবার মিয়াবাজারে হোটেল টাইমস স্কয়ারের হলরুমে এই আয়োজন করে সংগঠনটি। এতে বক্তব্য রাখেন মিয়াবাজার তোষণ রফিক উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক জহিরুল আলম, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মামুনুল ইসলাম, কালিকাপুর ব্লাড ডোনেশন ক্লাবের পরিচালক আপরোজা আক্রার, চৌদ্দগ্রাম সরকারি কলেজ হেলথ সোসাইটির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম।
ক্লাবের পরিচালক মাহাদী হাসানের সঞ্চালনা ও হাফিজ আহম্মদ নাঈমের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবদুর রহমান, মেহেদী হাসান মাছুম, নিলয় হাজারী, শাহিদা, ইমন হাজারী, তানভীর ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
২০২০ সালে কয়েকজন সদস্য নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমান সদস্য সংখ্যা ৪২০০। করোনা মহামারির সময় কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের যুবক মঞ্জিল হোসেন মঞ্জুর উদোগে এলাকার তরুন ও যুবকদের নিয়ে গঠিত ক্লাবটি রক্ত দান ছাড়াও রমজানে ইফতার বিতরন, বন্যায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে।
Leave a Reply