নিজস্ব প্রতিবেদক,: কুমিল্লা চৌদ্দগ্রাম ভুলকরা ইসলামি আলিম মাদরাসার গভর্নিং কমিটির নতুন সভাপতি হিসাবে মোহাম্মদ নাজমুল হক মোল্লা (বাদল) মনোনীত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত গভর্নিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। তার দীর্ঘদিনের শিক্ষা ও সমাজসেবামূলক অভিজ্ঞতা মাদরাসার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ নাজমুল হক মোল্লা (বাদল) বলেন, “আমি এই দায়িত্ব পেয়ে কৃতজ্ঞ। সবাইকে সাথে নিয়ে মাদরাসার উন্নয়নে কাজ করতে চাই।”
মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।
Leave a Reply