চৌদ্দগ্রাম প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কনকাপৈত ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সোমবার(১৭ মার্চ) তারাশাইল গ্রামের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি শহিদুল আলম।
ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু ইউসুফ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। কনকাপৈত ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মজিবুল হক দুলালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাতিসা ইয়নিয়ন জামায়াত আমীর সাইয়্যেদ রাশেদুল হাসান জাহাঙ্গীর, বিশিষ্ট আইনজীবী দাউদ ফরায়েজি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল উদ্দিন ভুঁইয়া লিটন, ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওঃ মফিজুর রহমান, নানকরা জামে মসজিদের খতিব মনির আহমেদ, ৫ নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওঃ আবদুল গফুর মিয়াজি, ছাত্রনেতা মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ইতালি প্রবাসী রতন মিয়াজী, তারাশাইল বাজার কমিটির সেক্রেটারি সুমন, সমাজ সেবক খলিল, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুরুল আলম, যুব বিভাগের সেক্রেটা আরিফুর রহমান, জামায়াত নেতা আবু তাহের চুট্টু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply