বিনোদন প্রতিবেদকঃ টাকার প্রয়োজনীয়তা যেমন আছে, অতিরিক্ত টাকাও অনেক সময় বিপদের কারণ হয়। টাকায় সম্পর্ক গড়ে-ভাঙে, তৈরি হয় বিশ্বাস-অবিশ্বাস। টাকা নিয়ে এমনই এক টানাপোড়েনের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করছেন রাইসুল ইসলাম। ‘আমাকে বিশ্বাস করেন ভাই’ শিরোনামের এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন উজ্জ্বল কবির ও সায়রা আক্তার। ইতিমধ্যে সিনেমার বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি মুক্তি পাবে ঈদুল আজহায়।
রোহিঙ্গা শরণার্থীদের সংকটের গল্প ‘জন্মভূমি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় সায়রার। বিশ্বের ১৫টি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা অর্জন করে সিনেমাটি। নিজের দ্বিতীয় সিনেমা প্রসঙ্গে প্রথম আলোকে সায়রা বলেন, ‘এ ধরনের গল্পে এর আগে কখনো অভিনয় করা হয়নি। সিনেমায় আমার চরিত্রের নাম পুতুল। চরিত্রটি বেশ মজার। নির্মাতা খুব যত্ন করে আমাদের চরিত্র নির্মাণ করেছেন। আর এ সিনেমার বিশেষত্ব হলো, সিঙ্গেল টেকে দৃশ্যধারণ হয়েছে, যা আমার জন্য একবারেই নতুন অভিজ্ঞতা।
Leave a Reply