1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে আল নুর ফাষ্ট ফুড এন্ড রেস্টুরেন্টে শুভ চৌদ্দগ্রামে গাঁজাসহ যুবককে পুলিশে সোপর্দ করায় মাদক ব্যবসায়ীদের হামলায় তরুণ আহত মৌলভীবাজারের ৫ টি ডায়গনস্টিক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না : হাসনাত কালীগঞ্জে নতুন ইউএনও’র সাথে বিএনপি নেতাদের মতবিনিময় কুমিল্লার ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও মায়ের মরদেহ উদ্ধার যে মায়ের জন্য জীবন, সেই মায়ের জীবন কেড়ে নিল তিন সন্তান বোরহানউদ্দিন, থানায় নারীকে হেনস্তার ঘটনায় ০৫ (পাঁচ) জন গ্রেফতার হার্টের ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ১০ বছরের আরিফা সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করে বরাদ্দের ৯৪ শতাংশ অর্থই আত্মসাৎ: নির্বাহী কর্মকর্তা আফরোজা

চৌদ্দগ্রামে আতিক হত্যা মামলার অন্যতম আসামী জয়নাল আবেদীন র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর এসএসসি পরীক্ষার্থী মো: আতিক (১৯) হত্যা মামলার অন্যতম আসামী মো: জয়নাল আবেদীন (৪৯) কে আটক করেছে র‌্যাব। আটককৃত জয়নাল আবেদীন চৌদ্দগ্রাম পৌরসভাধিন সোনাকাটিয়ার (আদর্শ গ্রাম) মৃত জুনাব আলীর ছেলে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের এ কে খাঁন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, লে: কমান্ডার মাহমুদুল হাসান।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা গেছে, গত সোমবার (০৩ ফেব্রুয়ারি) রাতে চৌদ্দগ্রাম পৌরসভাধিন সোনাকাটিয়া (আদর্শগ্রাম) মধ্যমপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় ০৮ ফ্রেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় এসএসসি পরীক্ষার্থী মো: আতিক (১৯) নিহত হয়। ঘটনাটি দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা যায়, ভিকটিম আতিকের বন্ধু সজীবের সাথে স্থানীয় প্রবাসী জনৈক ব্যক্তির মেয়ের প্রেমের সম্পর্ক ছিল এবং গত অক্টোবর মাসে তারা পালিয়ে বিয়ে করে। পরবর্তীতে মেয়ের মা ভিকটিমের বন্ধু সজীব সহ দশজনকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি অপহরণ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তার পরিবারের নিকট হস্তান্তর করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিলো। এরই জের ধরে কয়েকজন ব্যক্তি ঘটনার দিন রাতে সোনাকাটিয়া মধ্যমপাড়া সাকিনস্থ মোতালেব কনফেকশনারী নামীয় দোকানের সামনে দাড়িয়ে থাকা এসএসসি পরীক্ষার্থী মো: আতিককে লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আতিককে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ বিএনটেক হাসপাতালে প্রেরণ করা হয় এবং সেখানেই গত শনিবার (০৮ ফেব্রুয়ারি) ভিকটিম আতিক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৫/৬ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা (নং-০৮/০৮.০২.২৫ খ্রি:) দায়ের করেন। উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি ছায়াতদন্ত শুরু করে।

র‌্যাব আরও জানায়, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে হত্যাকান্ডে জড়িত আসামীদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। এরই প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত অন্যতম আসামী মো: জয়নাল আবেদীন (৪৯) এর অবস্থান চট্টগ্রামে শনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাবের অভিযানে চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন এ কে খাঁন বাসস্ট্যান্ড এলাকা থেকে হত্যাকান্ডের সাথে জড়িত অন্যতম আসামী মো: জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আতিক হত্যার সাথে সম্পৃক্ততার তথ্য প্রদান করেছে। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews