মাহমুদুল হাসান জনি, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুর ২ টা থেকে তাফসীর ক্কোরআন মাহফিল শুরু হয়। মাহফিলে তাফসীর পেশ করেন, রাজধানীর বনশ্রী আবে জমজম জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ও মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা নাসির উদ্দিন হেলালী সাহেব। আরো তাফসীর পেশ করেন, রাজধানীর সাভারের রেডিও কলোনি জামে মসজিদের খতিব ড,হযরত মাওলানা আবুল কালাম আজাদ আজহারী সাহেব। আরো বক্তব্য রাখেন ড্যামুড্ডা হামিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট মোফাচ্ছেরে ক্কোরআন হযরত মাওলানা রফিকউল্লাহ আফসারী। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশ করেন,ঢাকার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী সংগীত শিল্পী, সুর সম্রাট আ ন ম, মশিউর রহমান। মোঃ বেলাল হোসাইনের সভাপতিত্বের ও হাফেজ ওসমান গনির সঞ্চালনা তাফসীর মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী গুণবতী ইউনিয়ন আমীর মোঃ ইউছুফ মেম্বার, সাবেক আমির মাওলানা নুরুল ইসলাম, সাবেক ছাএ নেতা ডাঃ মনজুর আহমেদ শাকী, সাবেক ছাএ নেতা, আব্দুল হামিদ, বিশিষ্ট আইনজীবি সুপ্রিমকোর্টের এডভোকেট, মোঃ ইয়াছিন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক আবুল বশির,ঝিকড্ডা সমাজকল্যাণ পরিষদ সভাপতি মোঃ ইলিয়াস রুবেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক, খোরশেদ আলম শামীম।
Leave a Reply