নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজনে এ সেমিনার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক মুহম্মদ মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আবু সালেক, সমবায় কর্মকর্তা শহিদুল হক ভূঁইয়া, সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য, যুব উন্নয়ন কর্মকর্তা তানভীর আহমেদ সিদ্দিকী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাছান মুরাদ চৌধুরী, ভ‚জপুর থানা ওসি(তদন্ত) নুরুল আলম প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘হালদা নদী দেশের একমাত্র প্রাকৃতিক কার্প জাতীয় মাছের প্রজননক্ষেত্র। এ নদীর সংরক্ষণে স্থানীয় জনগণ ও জেলেদের অংশগ্রহণ অপরিহার্য। অবৈধ জাল ও অবৈধ মাছ শিকার রোধ করতে সকলে একযোগে কাজ করতে হবে।’
উপজেলা মৎস্য অফিসার মোঃ আজিজুল ইসলামের তত্ত¡বধানে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাপক জেলেরা অংশগ্রহণ করেন।
Leave a Reply