আব্দুর রহমান: শেরপুর সদর উপজেলা বিএনপি ও শেরপুর পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে:২৭ জুলাই রোববার দুপুরে শেরপুর জেলা শহরের খরমপুরস্থ হোটেল নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম কমিটি ঘোষণা করেন। ১০১ সদস্য বিশিষ্ট শেরপুর সদর উপজেলা কমিটিতে আলহাজ্ব হযরত আলী কে আহ্বায়ক ও সাইফুল ইসলাম কে সদস্য সচিব করা হয়। অপরদিকে শেরপুর পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটিতে এডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান (পিপি)কে আহ্বায়ক ও মোহাম্মদ জাফর আলী কে সদস্য সচিব করা হয়।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশীদ পলাশ,আতাহারুল ইসলাম আতা , জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপন, থানা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম বলেন, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সকলের সাথে দীর্ঘ আলোচনা করে সকলের ঐক্যমতের ভিত্তিতে এবং সাংগঠনিক টিমের সৎ পরামর্শে শেরপুর সদর ও শেরপুর পৌর কমিটি ঘোষণা করছি। বাকি সাতটি কমিটি দ্রুত ঘোষণা করা হবে। তিনি আরো বলেন শেরপুরের রাজনৈতিক অঙ্গনে আমরা স্বচ্ছতা ফিরিয়ে আনতে চাই। আমরা নিজেরা দুর্নীতি করবো না কাউকে দুর্নীতি করতে দেবো না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply