কুমিল্লা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৬ নং ঘোলপাশা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল চারটায় সলাকান্দি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে রিয়াজ উদ্দিন মেম্বারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন,কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক জননেতা কামরুল হুদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর।
ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সফিকুর রহমান ও উপজেলা যুবদলের সদস্য সচিব শাহনেওয়াজ এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য রইছ আবদুর রব,মোজাহিদ চৌধুরী। বিশেষ বক্তা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তু,উপজেলা বিএনপির সদস্য ইসমাইল হোসেন, ডা, মাইন উদ্দিন মিয়াজী।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা প্রভাষক মোস্তফা, এয়াকুব ভুইয়্যা, ইউনিয়ন যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক
দলের সভাপতি সবুজ,ইউনিয়ন ছাত্রদল নেতা জুয়েল। সম্মেলনের শুরুতে কোরআন তেলাওয়াত করেন,হাফেজ মাঈন উদ্দিন।
সম্মেলনের শেষ পর্যায়ে ৬ নং ঘোলপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি পদে রিয়াজ উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক পদে সফিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে এড, মোস্তফা কামাল এর প্রার্থীতা ঘোষণা করার পর আর কোনো প্রার্থী না থাকায় উল্লেখিত তিন জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা করেছেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোজাহিদ চৌধুরী।
Leave a Reply