রাসেল আদিত্য/স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল ঘিরে আবার উন্মাদনা শুরু হচ্ছে পৃথিবীজুড়ে।আজ বুধবার দিবাগত রাত একটায় উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে জার্মানী মুখোমুখি হবে পর্তুগালের।পরদিন দ্বিতীয় সেমিফাইনালে স্পেন লড়বে ফ্রান্সের বিপক্ষে।
৭ জুন রাতে তৃতীয় স্থান নির্ধারনী ও ৮ জুন হবে ফাইনাল।নিঃসন্দেহে এই চার ম্যাচ নিয়ে মজে থাকবে পৃথিবীর ফুটবল ভক্তরা।এছাড়াও আগামীকাল থেকে বিশ্বকাপ বাছাইপর্ব এশিয়া অঞ্চলের নবম রাউন্ডের খেলা শুরু হবে। একইসাথে পরদিন বাংলাদেশ সময় ভোররাত থেকে বিশ্বকাপ বাছাইপর্ব দক্ষিণ আমেরিকা অঞ্চলের খেলাও শুরু হতে চলেছে।
জার্মানী বনাম পর্তুগাল:-
আন্তর্জাতিক বিরতিতে ইউরোপে সবার মনোযোগ থাকবে নেশনস লিগের সেমিফাইনালে।প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জার্মানি ও পর্তুগাল। এই ম্যাচ জিতলে আরও একটি নেশনস লিগ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন ক্রিস্চিয়ানো রোনালদো।এর আগে ২০১৮–১৯ মৌসুমেও এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিলেন রোনালদোরা।
এবারও ট্রফিকে পাখির চোখ করেছে পর্তুগিজরা। তবে ট্রফিতে হাত রাখতে হলে সবার আগে সেমিতে জার্মান দেয়াল টপকাতে হবে রোনালদোদের।নাগলসম্যানের অধীন এই জার্মানি এখন নিজেদের ফিরে পেতে শুরু করেছে।ইতালিকে হারিয়ে সেমিতে উঠে আসা জার্মানরা নেশনস লিগের ফাইনালে খেলার সুযোগ হাতছাড়া করতে চাইবে না।আর দুই দলের এই আগ্রাসী মানসিকতাই জমিয়ে তুলতে পারে সেমির লড়াইকে।নিঃসন্দেহে একটি স্নায়ু ক্ষয়ী লড়াই অপেক্ষা করছে ফুটবল প্রেমিদের জন্য।
বিশ্বকাপ বাছাইপর্ব এশিয়া অঞ্চলের খেলা:-
বিশ্বকাপ বাছাইপর্ব এশিয়া অঞ্চলের খেলা নিয়েও বিশেষ করে এশিয়ার ফুটবল ভক্তদের আগ্রহের কমতি নেই।একনজরে আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কে কার বিপক্ষে কখন খেলতে নামছে।
⚽ অস্ট্রেলিয়া বনাম জাপান (বিকাল ৫:১০)
⚽ ইন্দোনেশিয়া বনাম চিন (সন্ধ্যা ৭:৫৫)
⚽ সংযুক্ত আরব আমিরাত বনাম উজবেকিস্তান
( রাত ১০টা)
⚽ ওমান বনাম জর্দান ( ঐ)
⚽ বাহরাইন বনাম সৌদি আরব (ঐ)
⚽ কাতার বনাম ইরান ( রাত ১২:১৫)
⚽ উত্তর কোরিয়া বনাম কিরগিজস্থান (ঐ)
⚽ ইরাক বনাম দক্ষিণ কোরিয়া (ঐ)
⚽ কুয়েত বনাম ফিলিস্তিন (ঐ)
Leave a Reply