মু. আজিজ | ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহানগর গ্রামের দিঘিরপাড় এলাকায় জামায়াত কর্মী মুহাম্মদ জামাল হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিষিদ্ধ সংগঠনের এক কর্মীসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় একটি একনালা বন্দুক, তিন রাউন্ড কার্তুজ এবং ধারালো অস্ত্রসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত (১১ জানুয়ারি) মধ্যরাতে ফটিকছড়ি থানা পুলিশ লেলাং ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—একটি একনালা বন্দুক, ৩ রাউন্ড কার্তুজ এবং ৮টি ধারালো অস্ত্র (৩টি ছোরা, ৩টি দা ও ২টি চাকু)।
ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। একটি হত্যা মামলা রুজু হয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা যাচ্ছে না, পরে মিডিয়াকে জানানো হবে।
উল্লেখ্য, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে লেলাং ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জামায়াত কর্মী মুহাম্মদ জামাল ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে সুনির্দিষ্ট ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
Leave a Reply