মু আজিজ/ দুবাই: দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মু সোহাগ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামের মো. মোখলেছ মিয়ার ছেলে। তার মরদেহ বর্তমানে দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা রয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে সোহাগের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর জীবিকার তাগিদে তিনি দুবাই পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রনিকসের কাজ করতেন। শুক্রবার সকালে মাইক্রোবাসে করে কর্মস্থলে যাওয়ার পথে পেছন দিক থেকে আসা একটি গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
Leave a Reply