🎼🎻 মুগ্ধ তোমার গুণে🎶🎹
এস এম মনিরুজ্জামান আকাশ
(সুত্র:ইশরাত জাহান সোনালী,
মহিলা ভাইস-চেয়ারম্যান,সদর উপজেলা পরিষদ, ঝালকাঠি-কে উৎসর্গীত)
তুমি অনন্যা প্রজ্ঞাময়ী আপন চিত্তে-
তুমি যাচিত প্রতিভাময়ী প্রেরণা দ্বীপ্তে,
তুমি অলিখিত মহাকাব্যের অদেখা অপ্সরা-
তুমি সাগর তলে বেড়ে উঠা মনি-মুক্তো-হীরা!
তুমি বাংলার রুপ শোভা বর্ধিত নারী-
তুমি ঋতুরাজ বসন্তে বিরাজিত সুন্দরী,
বাচন তোমার কস্তুরী মধু মন্ত্রের মত-
হাসিতে মুক্ত ঝরে রাশি-রাশি অবিরত।
পলক তোমার কালো মেঘের ভেলা-
বদন তোমার কাব্য মঞ্জরিত হৃদয় দোলা,
চলন তোমার নদীর ন্যায় প্রাকৃতিক-
প্রস্ফুটিত পুষ্পের ন্যায় সুরভিত চতুর্দিক!
তুমি চেতনার বীণায় সাধিত সুর ঝংকার-
তুমি সুর-তাল-লয়ে খেলে করো কারবার,
তোমার অসামান্য গুণরাশিতে শুভ্রতা মাখা-
তৎসম গুণবতী কে আছে ! পাইনি তার দেখা।
তুমি অসামান্য রমণী গুণ প্রকাশ নির্বাচনে-
তোমার চিত্তে পুষ্পধারা বয়ে বেড়ায় সুবাস গুনে,
সদা নিরন্তর খুঁজেছি তোমায় পেতে মহামিলনে-
সত্যিই এ কবি প্রচার বিমুখ মুগ্ধ তোমার গুণে……
(রচনাকাল:২০১৫ ঈশায়ী)
Leave a Reply