কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার আড়িখোলা রেলস্টেশনের পূর্ব পার্শ্বের আউটারে এই ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক ৩৪/৩৫ বছর। মুখে রয়েছে হালকা দাড়ি।
বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক এমডিএম জহুরুল ইসলাম।
এসআই বলেন, দুপুরে অজ্ঞাত কোন একটি ট্রেনের দুই নিচে কাটা পড়ে ওই যুবক মৃত্যু বরণ করেন। তার শরীরে সাদা রঙের একটি গেঞ্জি ছিল। নিচের অংশ ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে ছিল। তার কাছে জাতীয় পরিচয় পত্র পাওয়া গেলেও সেটি তার কিনা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ধারনা করছি লোকটি ট্রেনের দুই বগির মধ্যবর্তী জয়েন্টে বসা ছিল এবং সেখান থেকে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আমরা মরদেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যাচ্ছি। পরবর্তীতে যদি পরিচয় সনাক্ত করা যায় তাহলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে অথবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply