চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও নৃশংস গণহত্যা প্রতিবাদে এবং পবিত্র মসজিদুল আকসা পুনরুদ্ধারের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ এপ্রিল) বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারে সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতার আয়োজনে কাদৈর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন মিছিল সমন্বকারী, বিশিষ্ট সমাজসেবক মো: সাইদুর রহমান রিপন, বিশিষ্ট সমাজসেবক গোলাম রাব্বানী, আবু তালেব সাগর, মাওলানা মেশকাত উদ্দিন, মাওলানা ইকবাল হোসাইন, আহসেম বিল্লাহ, মাওলানা মাহফুজুর রহমান প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবু জাফর সালেহ, মোহাম্মদ ইয়াকুব, রবিউল ইসলাম, মনির হোসেন, জহিরুল ইসলাম, মো: রূপক, গিয়াস উদ্দিন, মীর হোসেন মজুমদার, মাসুদুর রহমান, শাকিব হেসেন, মহিন উদ্দিন, রাকিব হোসেন, মো: ফাহমিদ, মো: শাকিব, আরিফুর রহমান, পাভেল মিয়াজী, মোহাম্মদ তানভীর হোসেন, বিল্লাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।
Leave a Reply