কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে স্বামীর সঙ্গে অভিমান করে আতœহত্যা করে গৃহবধু। পরে খবর পেয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানা পুলিশ।
রোববার (৯মার্চ) উপজেলার জামালপুরের চুপাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শ্রাবনী দেবনাথ (২৫) উপজেলার জামালপুরের চুপাইর এলাকার চঞ্চলা দেবনাথের মেয়ে। তার ১৮ মাসের এক কন্যাসন্তান রয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলাউদ্দিন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহতের মা চঞ্চলা দেবনাথ স্বামী পরিত্যাক্তা হওয়ায় বাবার বাড়ি থাকতেন। এখান থেকেই নিহত শ্রাবনী দেবনাথকে পাশ্ববর্তী উপজেলা কাপাসিয়ার কড়িহাতা এলাকার মালয়েশিয়া প্রবাসী লিটন দেবনাথের সঙ্গে বিয়ে দেন। বিয়ের পর স্বামীর সঙ্গে শ্রাবনীও প্রবাসে চলে যান। কিছুদিন আগে শ্রাবনী মেয়েকে নিয়ে দেশে ফেরৎ আসেন।
গতকাল বিকেল স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলার এক পর্যায়ে অভিমান করেন শ্রাবণী। পরে দৌড়ে ঘরের দরজা বন্ধ করে দেন এবং সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেন।
এ ব্যপারে ওসি বলেন, আতœহত্যার সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তারা নিহতের মরদেহ রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসে। অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত কার্যক্রম শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply