কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
প্রধান অতিথীর বক্তব্যে ইউএনও বলেন, দুর্যোগ দুই ধরণের হয়। একটি প্রাকৃতিক আরেকটি মানবসৃষ্ট। দুটি দুর্যোগই মানুষকে চরমভাবে ক্ষতিগ্রস্থ করে। এই ক্ষতি কাটিয়ে তোলার জন্য সরকারী সহায়তার ব্যবস্থা রয়েছে। বাড়িঘর বা দোকানে আগুণ লেগে ক্ষতিগ্রস্থ হলে আমাদের কাছে আবেদন করলে সরকারের পক্ষ থেকে বিশেষ অনুদানের ব্যবস্থা করে দেওয়া হয়।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর অনুপ কুমার সিংহ বলেন, আমাদের সরকারী হট লাইন নাম্বার ১০২ এ কল করলে জরুরী ভিত্তিতে সেবা পৌছে দেওয়া হয়। এ্ই নাম্বারে কল করলে কোন টাকা খরচ হয়না। অগ্নিকান্ড সহ সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবুরি হিসেবেও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করে থাকে।
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম ঊর্মী, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আবুল কাশেম, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের হিসাব রক্ষক লিটন আহমেদ, উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার আবু বকর, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।
এর আগে দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৫ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।
Leave a Reply