মোঃ রিয়াজঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের(২৪সিরিজের) স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় প্রার্থীদের জন্য বিভাগ পছন্দক্রম প্রদান কার্যক্রম শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে শুরু হয়।প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ৭৯৩০জন,স্থাপত্য বিভাগের জন্য ৫২৪জন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত ৫টি আসনে ১৬জন শিক্ষার্থী ৮ মার্চ সকাল ১০ঘটিকা হতে ১৫ মার্চ রাত ১১:৫৯ঘটিকা পর্যন্ত সময়ের মধ্যে ওয়েবসাইটে এ লগইন করে বিভাগ পছন্দক্রম পূরণ করতে পারবে।
প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য ১৩টি পছন্দ প্রদান করতে হবে,যেখানে মোট আসন সংখ্যা ১২০০টি । স্থাপত্য বিভাগের জন্য ৩০টি আসন রয়েছে ।
পরবর্তীতে প্রকৌশল বিভাগসমূহ ও নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ১-১২০০ এবং স্থাপত্য বিভাগের ১-৩০ মেধাক্রমের শিক্ষার্থীদের আগামী ১৯মার্চ ২০২৫ ইং তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে বলা হয়েছে।বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০মার্চ ২০২৫ ইং তারিখে রুপালী ব্যাংক পিলসি,রুয়েট শাখায় ১৮,৫০০ টাকা জমা করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।পরবর্তীতে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ২য় পর্যায়ে অনুরুপভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে।
Leave a Reply