ব্যস্ততার বেড়াজালে আবদ্ধ থাকি দিবস নিশি ক্ষন-
কেমনে যায় যে কেটে কর্মপরিক্রমায় বিবর্ণ রয় মন,
ভালোবাসার কথা একটুও মনে পড়েনা কাজের চাপে-
কাজ ছাড়া মুল্য নেই জীবনের অনুধাবন করি অনুতাপে!
শৈশবে বেসেছি ভালো কত জনকেই ভালো লাগা চোখে-
এখন দেখি চাকচিক্যে তাদের রুপ ঝলকায় দ্বীপ্তালোকে,
এ হৃদয়েও আছে প্রেম উচ্ছাসিত বাধ ভাঙ্গা জোয়ারে-
হয়তো আসবেই আশাবাদী প্রনয় প্রয়াসে সুখের নীড়ে…
বাসবে ভালো প্রকৃত প্রেমের পূঁজারী প্রেম আলিঙ্গনে-
যে প্রেম প্রয়োজন বাঁচার তরে সজীব সরস যৌবনে,
প্রেম…প্রেয়সীর বুকে যে আবদ্ধ রয় পরম সংগোপনে-
গড়ে দিতে পারে স্বর্গীয় সুধা নির্মল আবহে উভয় মনে!
জীবনে চাওয়া পাওয়ার বাধ্যবাধকতা করিনা এ মনে-
বিলাবো জীবনের সুখ প্রশান্তি সকলই প্রেয়সীর চরণে,
হোক প্রিয়তমা মননে মানসে লালিত স্বপ্ন রানী রুপে-
দেবো অনাদিকালের সঞ্চিত পূর্ন্য রাশি ললাটে সঁপে!
তুমি উর্বশী; প্রেরণার বাতিঘর, তুমি অনুপ্রেরণার দ্বার-
তোমাতেই আঁকি স্বপ্ন বলয়; প্রেম প্রাপ্তি যা প্রত্যাশা’র,
রবে ছিলে হিয়ায় আছো হৃদ মাঝারেও পূত পিঞ্জিরায়-
উচ্চারনে না থাকলেও রেখো প্রেয়সীগো নিমগ্ন স্বত্ত্বায়……
লেখক:এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক- সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
Leave a Reply