কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পুলিশি অভিযানে কৃষি জমির মাটি লুট চক্রের ১জনকে আটক ও ১টি লরি জব্দ করা হয়েছে। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদন্ড দেওয়া হয়। বৃহষ্পতিবার (২৭ ফেব্রæয়ারী) উপজেলা মুক্তারপুরের বাঘুন এলাকার কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে আটক জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসনিম উর্মি।
তিনি বলেন, দুপুরের দিকে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল ওই ব্যাক্তি এবং একটি মাটি বহনকারী লরি নিয়ে আসে পরে তাদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনে একটি মামলায় ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
কালীগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মুক্তারপুরের বাঘুন এলাকায় কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে একটি চক্র। তিনি সাথে সাথে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠালে সেখান থেকে মাটি ভর্তি লরি ও তার চালককে আটক করে নিয়ে আসে। পরে ভ্রাম্যমান আদালতের সরনাপন্ন হলে বিচারক তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
Leave a Reply