মীর হোসেন মোল্লা: ৫ই আগষ্ট বিপ্লবের পরে যখন একটি সম্ভাবনা দেখা দিয়েছে, বাংলার মানুষ যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় দেখতে চাচ্ছে তখন আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশীয় নয় শুধু; আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতার বাইরে রাখার জন্য। যারা অতীতে আমাদের সাথে ছিলেন, আমাদের ভোটের দুই-চারটি সংসদ নির্বাচিত হয়েছেন; দুই-চারজন সংসদে গিয়ে কথা বলেছেন তারাই আজকে ষড়যন্ত্র বেশি বেশি করছেন। কি বলে ষড়যন্ত্র করছেন? ইসলামের কথা বলে। বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে ধর্মের কথা বলছেন আর বিএনপির বিরুদ্ধে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছেন। শুক্রবার(৩১ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চৌদ্দগ্রাম উপজেলা কাশিনগর ইউনিয়ন উত্তর ও দক্ষিণ দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপি সভাপতি কামরুল হুদা বক্তৃতায় এসব কথা বলেন।
কাশিনগর হাইস্কুল মাঠে আয়োজিত সম্মেলনে উদ্ভোদক ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি সহ-সভাপতি শওকত আলী বাবু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদল আহ্বায়ক জামাল উদ্দিন আল মামুন, বিশেষ বক্তা উপজেলা যুবদল সিনিয়র যুগ্ন আহ্বায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের, উপজেলা যুবদল সদস্য সচিব শাহনেওয়াজ মজুমদার। কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের আহবায়ক আবুল হাসেমের সভাপতিত্বে ও কাশিননগর ইউনিয়ন উত্তর যুবদলের আহবায়ক গাজী ইয়াকুব, কাশিনগর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সদস্য সচিব এবং উত্তর সদস্য সচিব মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, পৌর বিএনপি আহ্বায়ক হারুন-অর রশিদ মজুমদার, সদস্য সচিব শরিফুল ইসলাম দুলাল, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বাবায়ক খোরশেদ আলম। কাশিনগর হাইস্কুল মাঠে আয়োজিত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বাতিসা ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক এম এ খায়ের মজুমদার, শাহাদাত হোসেন, আবু বক্কর, পৌর মৎসজীবী দল সভাপতি মাসুদ রানা সুজন ও বাতিসা ইউনিয়ন যুবদল আহ্বায়ক কামরুল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
Leave a Reply