মাহমুদুল হাসান জনি, ষ্টাফ রিপোর্টারঃ চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে সিঁদেল চুরির উপদ্রব বেড়ে গেছে। এতে সাধারণ মানুষের ঘুম হারাম হয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামের মজুমদার বাড়ীতে চোরচক্র সিঁদ কেটে একটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি একই গ্রামের মৃত মোজ্জাম্মেল হক মজুমদারের ছেলে পল্লী চিকিৎসক গোলাম কিবরিয়া মজুমদারের ঘরে ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগির নগদ টাকাসহ ঘরের মুল্যবান মালামাল চোরেরা নিয়ে গেছে। এ বিষয়ে গোলাম কিবরিয়া মজুমদার শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টায় ভুক্তভোগি গোলাম কিবরিয়া মজুমদার করপাটি বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘জান্নাত মেডিকেল’ থেকে বাড়ীতে আসেন। এ সময় তিনি দোকান থেকে নিয়ে আসা একটি কালো ব্যাগে সংরক্ষিত দোকানের ঔষধ বিক্রি ও বিকাশ লেনদেনের নগদ অনুমান ৭০-৮০ হাজার টাকা, মোবাইল রিচার্জ কার্ড সহ কয়েকটি মোবাইল সেট নিজ ঘরের টিভি বক্সের ভেতর রাখেন। গভীর রাতে অজ্ঞাতনামা চোরেরা ঘরের দক্ষিণ পাশের কক্ষের পশ্চিম পাশ দিয়ে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে।চোরেরা টিভি বক্সের ভেতরে রাখা ব্যাগে সংরক্ষিত নগদ ৭০-৮০ টাকা, ৩টি বাটন মোবাইল ও বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির রিচার্জ কার্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়। পরে ভোর বেলায় পরিবারের লোকজন ঘুম থেকে উঠে বুঝতে পারে রাতে ঘরে চোর ডুকে সবকিছু নিয়ে গেছে। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সাথে আলোচনা করে গোলাম কিবরিয়া মজুমদার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে চোরচক্রের সদস্যদের চিহিৃত করে অবিলম্বে তাদের গ্রেফতার করে ও শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ‘ভুক্তভোগি কর্তৃক চুরির ঘটনার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
Leave a Reply