অভিভাবকরা জানালেন নিজেদের কথা, উপহারে খুশি শিশু শিক্ষার্থীরা
চৌদ্দগ্রাম(কুমিল্লা) প্রতিনিধিঃ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় রূপ নেয় চৌদ্দগ্রাম প্রি-ক্যাডেট স্কুল বার্ষিক ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ। ক্ষুদে শিক্ষার্থীদের খুনসুটিতে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান। ভালো ফলাফল করে পুরষ্কার পেয়ে আনন্দিত তারা। অভিভাবকদের পক্ষে বছরজুড়ে সন্তানদের পড়াশুনা নিয়ে অভিজ্ঞতার কথা শোনান অভিভাবক জাহাঙ্গীর হোসেন ও বেলাল হোসেন। তারা পড়াশুনায় শিক্ষার্থীদের আনন্দ খুঁজে পাওয়ার প্রত্যাশার কথা বলেন।
শনিবার ২৮ ডিসেম্বর চৌদ্দগ্রাম প্রি-ক্যাটেড স্কুলে অনুষ্ঠিত সমাবেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্টার মোঃ মোশাররফ হোসেন শিক্ষার মানোন্নয়নে রাজনীতিকদের ভূমিকা রাখার আহ্বান জানান। আবৃত্তি ও সঙ্গীত পরিবেশন করে শিশু শিক্ষার্থীরা। প্রধান অতিথি উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমান শিক্ষার গুরুত্ব নিয়ে বলেন, মুসলমান হওয়ার জন্য ইমানের চাইতে জ্ঞানের প্রয়োজন আগে। শিক্ষিত না হলে ধর্ম সম্পর্কে জানা ও বুঝা সম্ভব নয়। জানার জন্য শিক্ষার কোনো বিকল্প নেই।
মোঃ আবুল খায়েরের সঞ্চালনায় ও স্কুলের চেয়ারম্যান এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সরকারী কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর, প্রধান শিক্ষক আবুল খায়ের, প্রতিষ্ঠান পরিচালক (শিক্ষা) মহিউদ্দিন বাবুল, পরিচালক (প্রশাসন) সাহাব উদ্দিন, পরিচালক(অর্থ) কামাল হোসেন।
অভিভাবক মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ বেলাল হোসাইন।
Leave a Reply