মোঃ সানোয়ার হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) চৌদ্দগ্রাম উপজেলা বাতিসা ইউনিয়ন ৬ নং ওয়ার্ড যুবদলের দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২৭ ডিসেম্বর বিকেলে উনিয়নের দেবীপুরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ খায়ের মজুমদার।
কামরুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন ডেবিড। বিশেষ বক্তা ছিলেন উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক ও উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন।
আমান উল্লাহ মুন্না ও জাহিদুল ইসলাম মাসুমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদল সদস্য সাকিব চৌধুরী শরিফ, বাতিসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব কাজী ফরহাদ, ইউনিয়ন যুবদল সদস্য সচিব শিপন খন্দকার, সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি জিএম সেলিম, ইউনিয়ন যুবদল যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন মনু, মোতাহের হোসেন, হেলাল হোসেন, নাহিদ হোসেন, আরিফুর রহমান, মাহফুজ ভুঁইয়া, আব্দুল হালিম রকি, মোঃ রানা, লিটন পালোয়ান, আবু নোমান, সাহেদ মামুন, বাদশা, আকাশ, আবুল হাশেম, ইউনিয়ন ২নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি আবদুল হান্নান।। ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন। ৬ নং ওয়ার্ড যুবদল নেতা মঞ্জু, ইউনিয়ন যুবদল সদস্য শহিদুল ইসলাম ইমন, ছাত্রদল নেতা ফরিদ খান, সুমন ফরায়েজী, আব্বাস উদ্দিন হাসান।
সম্মেলনে বক্তারা বিগত দিনে আওয়ামীলীগ ও তাদের সাথে আঁতাত করা দলগুলোর সমালোচনা করেন। তাঁরা আগামী দিনে কামরুল হুদার নেতৃত্বে শান্তিপূর্ণ ও সম্মৃদ্ধ চৌদ্দগ্রাম গড়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা অতিসম্প্রতি ভাইরাল চাঞ্চল্যকর এক ঘটনার তীব্র সমালোচনা করেন।
Leave a Reply