1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের নতুন পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান: মাদক দমন ও আইনশৃঙ্খলা উন্নয়নে কঠোর অবস্থান মেলান্দহে দ্বিতীয় স্ত্রীর মামলায় মৃত্যুর ৮ মাস পর সাংবাদিক জঙ্গির লাশ উত্তোলন হিলি রেল ভবনের ওপর ভাঙা গাছ, অবহেলায় নষ্ট হচ্ছে সরকারের কোটি টাকার সম্পদ কুমিল্লায় মা-মেয়েকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ আটক বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প টুপিওয়ালা আর বাচ্চাদের দল চায় না নির্বাচন হোক; বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে তুহিন দুর্গাপুরে সিএনজি-ভুটভুটি সংঘর্ষে প্রাণ গেল এক যাত্রীর লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে গণধর্ষণ : আটক ২ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের নবনির্মিত টেবিল টেনিস একাডেমি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন মজুরি বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ

মৌলভীবাজার পৌরসভা ওয়ার্ড কমিটির কাউন্সিল সম্পন্ন

  • আপডেট টাইম : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার

মনজু বিজয় চৌধুরী/ মৌলভীবাজার: দলীয় নেতাকর্মীদের উচ্ছাস ও আনন্দ মূখর পরিবেশে মৌলভীবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গোপন ব্যালটে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতি পদে ইমরান আহমদ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক পদে শাবুদ্দিন নির্বাচিত হয়েছেন।
রবিবার (৩১ আগস্ট) বিকেলে মৌলভীবাজার পৌরসভা অডিটোরিয়ামে ভোট গননা শেষে এ ফলাফল ঘোষণা করেন পৌর বিএনপির আহবায়ক প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ মমশাদ আহমদ।
এসময় ভোট কার্যক্রম পর্যবেক্ষেনে ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন,সদস্য সচিব আব্দুর রহিম রিপন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য বকসী মিস বাউর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু ও জেলা বিএনপির সদস্য আবুল কালাম বেলাল ও জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক অলিউর রহমান।
এর আগে প্রথম অধিবেশনে সকল কাউন্সিলরদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ূন বলেন-
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সংগঠনের ভেতরে গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে। আজকের মৌলভীবাজার পৌরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিল সেই ঐতিহ্যেরই ধারাবাহিকতা। কাউন্সিলরদের ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় প্রমাণ হয়েছে—বিএনপি কখনো চাপিয়ে দেওয়া নেতৃত্বে বিশ্বাসী নয়।”

তিনি বলেন,
“দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা জেলায় তৃণমূল পর্যায়ে নিয়মিত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে দলকে সাংগঠনিকভাবে আরও সুসংহত করা হচ্ছে।

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন-
নতুন নেতৃত্বকে দায়িত্ব নিতে হবে কর্মীদের ঐক্য ধরে রাখা, জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করা এবং আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকা।”
তিনি বলেন- “ওয়ার্ড কমিটি হচ্ছে বিএনপির সাংগঠনিক ভিত্তি। এখান থেকেই পৌর,উপজেলা, জেলা পর্যায়ের নেতৃত্ব তৈরি হয়। তাই আজ যারা নির্বাচিত হয়েছেন, তাদের কর্মীবান্ধব, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ থেকে দলকে আরও শক্তিশালী করতে হবে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews