বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ মিল রোডে নির্মিত আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুলাই শুক্রবার জুমার নামাজের খুতবা পেশের মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
দুপুর ১২টায় উদ্বোধনী জুমার খুতবা প্রদান করেন দিনাজপুর আহলে হাদিস কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও বিশিষ্ট আলেম মোহাম্মদ আব্দুল জলিল মাদানী। খুতবা শেষে বিশেষ দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসন থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট রাজনীতিক আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। এছাড়াও বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি হামিদার রহমান।
উদ্বোধনী দিনে মসজিদে জুমার নামাজ আদায় করেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আবুল বাশার, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, ইউপি চেয়ারম্যানগণ যথাক্রমে শাহনেওয়াজ পারভেজ সাহান, ওয়াক্কাস কাঞ্চন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব শামসুল আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত ধর্মপ্রাণ মুসল্লি।
নতুনভাবে নির্মিত এই মসজিদটিকে ঘিরে এলাকাবাসীর মধ্যে আনন্দ-উৎসব ও ধর্মীয় আবেগ-অনুভূতির এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়
Leave a Reply