1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ১ মাদক বিক্রেতা আটক, পালিয়েছে ২ জন কাস্টমস কমিশনারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালিত ও জরিমানা আদায় নকলের দায়ে চৌদ্দগ্রাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার পল্লবীর মিল্লাত ক্যাম্প মানেই মাদকের ওপেন আস্তানা: এটা প্রশাসনের জন্য অজানা কাহিনী নয় মাটিরাঙায় মানসিক রোগীদের স্বাস্থ্য বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত গোপালগঞ্জে আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গঠনে ওসি মীর সাজেদুর রহমানের অঙ্গীকার গ্রাহকের জমানো টাকা দিতে পারছে না ব্যাংক চৌদ্দগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে আইনের শাসন ও মাদকমুক্ত সমাজ গঠনে ওসি মীর সাজেদুর রহমানের অঙ্গীকার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬২ বার

বিশ্বজিৎ চন্দ্র সরকার: গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করে জনগণের আস্থা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, চুরি-ডাকাতি দমন, আসামি গ্রেপ্তার ও মাদক উদ্ধার—সবক্ষেত্রেই তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন।

তিনি গোপালগঞ্জ পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে ন্যায়ভিত্তিক আইনের শাসন প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গ্রহণ করেছেন কার্যকর পদক্ষেপ। তার এসব উদ্যোগ গোপালগঞ্জের সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশংসা কুড়িয়েছে। তাদের বিশ্বাস, এই কর্মকর্তা গোপালগঞ্জকে একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত মডেল এলাকায় পরিণত করতে সক্ষম হবেন।

দায়িত্ব নেয়ার পরপরই ওসি মীর সাজেদুর রহমান সদর উপজেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন। এরপর পুলিশের একাধিক সফল অভিযানে বহু চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এছাড়া, জেলার কয়েকটি ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন তিনি।

এছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন ওসি সাজেদুর রহমান। তিনি বলেন,
“গোপালগঞ্জের শান্তি ও নিরাপত্তা রক্ষায় পুলিশ নিরলসভাবে কাজ করছে। অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।”

তিনি আরও বলেন,
“আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের প্রতিটি স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। পুলিশ-জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গোপালগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”

সুশাসনের প্রতীক হিসেবে ইতোমধ্যেই তিনি জেলার মানুষের কাছে আস্থা ও প্রশংসার পাত্রে পরিণত হয়েছেন। তার প্রতি সকল মহল থেকে নিরন্তর শুভকামনা ও সহযোগিতা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews