বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) আসরের নামাজের পর সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি যাত্রা শুরু করে। পরে সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কামিল মাদ্রাসায় এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে, বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সড়কগুলো।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম, পৌর জামায়াতের আমীর মাসুম বিল্লাহসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা।
নেতারা বলেন, “এই সমাবেশের মাধ্যমে সাত দফা দাবিতে জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য জাগ্রত করা হবে এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানানো হবে।”
Leave a Reply