মোঃ সুজনঃ উল্লাপাড়া উপজেলার ২ নং বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর গ্রামে মো: সরোয়ার হোসেন দিপুর পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা মাছ মেরে ফেলেছে। ১৯ জুন আনুমানিক রাত একটার দিকে কে বা কাহারা এই পুকুরে বিষ প্রয়োগ করে। সকালবেলা পুকুর মালিক সোহরাওয়ার হোসেন দিপু পুকুরে গিয়ে দেখতে পায় তার পুকুরের মাছ মরে ছয়লাভ হয়েছে ।প্রায় তার পুকুরে ১৫০ মন মাছ ছিল এই মাছে মূল্য ছিল প্রায় ১২ লক্ষ টাকা বাজার মূল্য । ১২ লক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে পুকুরের মালিক সরোয়ার হোসেন দিপু।
সরোয়ার হোসেন দিপু বলেন, আনুমানিক রাত একটার দিকে বীজ দেন। পুকুরের মধ্যে ১৫০ মণ মাছ ছিল প্রতিমন মাছের মূল্য ১০ হাজার টাকা, এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে সরোয়ার হোসেন দিপু।
Leave a Reply