ক্রাইম রিপোর্টার-
সৈয়দ উসামা বিন শিহাব
রাজধানী মিরপুর -১২, ব্লক – ই, রোড নম্বর- ০৩, বাসা -৭৬, কালশী এলাকায় একটি দোকানের চালার উপর থাকা ২০০০ লিটার ট্যাংকি চালা ভেঙ্গে দোকানের ভিতরে থাকা মানুষের উপর পড়ে যায়। যার ফলে দোকানের ভিতর থাকা ০৩-০৪ জন আহত হয়। তাদের মধ্যে ১৬ বছরের একজন ছেলের পায়ে এমন ভাবে আছড়ে পরে যার ফলে ছেলেটির বাম পা ভেংগে গুড়ো গুড়ো হয়ে যায়।আসে পাশে থাকা উৎসুক জনতা সঙ্গে সঙ্গে দোকানের ভিতরে গিয়ে ওই ছেলেটিকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। এমন কি দোকানদার ( উজ্জ্বল) ও গুরুতরভাবে আহত হয়।এমন কি সেখানে শর্ট সার্কিট এর ঘটনা ঘটে যার ফলে আসে পাশে থাকা জনগণ কারেন্ট এর লাইন বন্ধ করে দেয়। আশে পাশে থাকা জনগণ যখন বাড়ির মালিক কে ঘটনার কথা জানাতে যায় তখন দেখে বাড়িওয়ালা বাসায় নাই। বাড়িওয়ালা ঈদ এর জন্য ঢাকার বাহিরে ফ্যামিলি নিয়ে বেড়াতে যায়।তখন দোকানদার নিজে বরওয়ালা কে ফোন করলে বাড়িওয়ালা ফোন কেটে দেয় বার বার।যার ফলে উৎসুক জনগণ বাধ্য হয়ে ৯৯৯ এ ফোন দিয়ে সাহায্য চায়।তখন পল্লবী থানার এসআই হুমায়ূন ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করে বলে যতক্ষন না ভিকটিম মামলা না করবে ততক্ষণ ওনারা কিছু করতে পারবে না বলে জানায় এবং পল্লবী থানার এসআই হুমায়ুন ঘটনাস্থল থেকে চলে যান।
বাকি সংবাদ জানার জন্য বাংলা রূপ পত্রিকার সাথে থাকুন।
Leave a Reply