আসছে ৪ জুন, আর এদিনটি হয়ে উঠতে যাচ্ বিএনপির রাজনৈতিক অঙ্গনে এক মহামিলনমেলা। আলোচিত সেই ‘কালব’ আয়োজনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও তৃণমূলের মধ্যে বইছে প্রবল কৌতূহল, উত্তেজনা ও গুঞ্জন।
আসন্ন উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের প্রক্রিয়ায় রাজনৈতিক মঞ্চে ফের ফিরে এসেছে পুরনো ও নতুন নেতৃত্বের নানা হিসাব-নিকাশ। নেতা-কর্মীদের প্রত্যাশা, মাঠের কার্যক্রম ও অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে উঠে এসেছে বেশ কিছু হেভিওয়েট নাম।
কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটির জন্য আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীরা:
মোহাম্মদ সোলাইমান আলম
হুমায়ূন কবির মাস্টার
আশরাফী হাবীবুল্লাহ
রফিজুল ইসলাম
খালেকুজ্জামান বাবলু
খায়রুল আহসান মিন্টু
মনিরুজ্জামান খাঁন লাবলু
ফজলুল হক নয়ন (বাগমারা)
ফরিদ আহমেদ মৃধা
জাহাঙ্গীর কবির
মোঃ ইয়াসিন মোল্লা
কালীগঞ্জ পৌরসভা বিএনপির কমিটির জন্য আলোচিত প্রার্থীরা-
মোহাম্মদ হোসেন আরমান মাস্টার
লুৎফর রহমান
মনির উদ্দিন পাঠান মিঠু
ইব্রাহিম প্রধান
মোশাররফ হোসেন লিটন
খোরশেদ আলম কাজল
মোফাজ্জল আকন্দ মোমেন
রুহুল আমিন মোল্লা
এই নামগুলো এখন শুধু একটি তালিকায় সীমাবদ্ধ নয়—তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে চুলচেরা বিশ্লেষণ। কে হবেন আগামী দিনের কমান্ডার, কে ধরবেন ভবিষ্যতের হাল—এই প্রশ্নেই এখন সরগরম বিএনপির স্থানীয় থেকে কেন্দ্রীয় মহল।
নেতৃত্বের এই দৌড়ে কারা থাকবেন সবার শীর্ষে, তা নির্ধারণ হবে আসন্ন ‘কালব ২০২৫’-এ। সে পর্যন্ত উত্তেজনার পারদ থাকছে চরমে।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর।
Leave a Reply