কালীগঞ্জ ( গাজীপুর)প্রতিনিধি:গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তনিমা আফ্রাদের নেতৃত্বে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৫ মে, ২০২৫) পানজোড়া, নাগরী এলাকায় এই অভিযান চালানো হয় এবং মোট দুটি মামলায় ৪০,০০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ (১) ধারায় প্রত্যেক আসামিকে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. হানিফ (৫৩) ও মো. অনিক (২৫)। মো. হানিফের পিতার নাম আনোয়ার হোসেন এবং তার ঠিকানা দক্ষিণ ভাদার্তী, কালীগঞ্জ, গাজীপুর। অন্যদিকে, মো. অনিকের পিতার নাম কাজু মিয়া এবং তার ঠিকানা বর্তুল, কালীগঞ্জ, গাজীপুর।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় প্রসিকিউটর ও বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া সহযোগিতা করেন। এই ধরনের অভিযান অবৈধ ইটভাটা বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মোঃ ওমর আলী মোল্যা
মোবাইল -০১৭২৯৮৩৭৮৯৩
কালীগঞ্জ -গাজীপুর।
Leave a Reply