বরিশাল প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালি ক্যান্টনমেন্ট সংলগ্ন একটি খালি মাঠে জমজমাটভাবে শুরু হয়েছে বরিশাল গ্রামীণ ও কুটির শিল্প মেলা ২০২৫। নানা আয়োজন, আন্তর্জাতিক অংশগ্রহণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থাপনায় মেলাটি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে জনসাধারণের মাঝে।
প্রথমে মেলার তারিখ নির্ধারিত ছিল ২৫ এপ্রিল, পরে তা একাধিকবার পরিবর্তিত হয়ে ৫ মে, ১০ মে এবং শেষমেশ ১৫ মে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে মেলা কার্যলয়ের চেয়ারম্যান মো. বাদল মিয়া বলেন, “জায়গাটি আগে একটি কৃষি জমি ছিল। মেলার সাজসজ্জা ও কাঠামো প্রস্তুতের জন্য বেশি সময় লেগেছে, এজন্য তারিখ পরিবর্তন করতে হয়েছে।”
মেলাটিতে রয়েছে মোট ১০০টি স্টল এবং প্রায় ৩০টি রাইড, যা শিশু-কিশোরসহ সকল বয়সী দর্শনার্থীদের আনন্দ দিচ্ছে। অংশ নিয়েছেন দেশি উদ্যোক্তাদের পাশাপাশি বিভিন্ন দেশের নারী উদ্যোক্তারাও, যারা তাদের নিজস্ব তৈরি হস্তশিল্প, পণ্য ও ব্যবসা উদ্যোগ তুলে ধরছেন।
মেলায় প্রতিদিন সন্ধ্যায় বড় একটি মঞ্চে আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে গান, নৃত্য এবং আবৃত্তির মাধ্যমে মঞ্চ মাতাচ্ছেন দেশের খ্যাতনামা শিল্পীরা। এতে মেলার আনন্দ দ্বিগুণ হয়েছে।
নিরাপত্তার বিষয়েও রয়েছে কঠোর নজরদারি। মেলার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, আনসার, নিজস্ব স্বেচ্ছাসেবক দল এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট, যারা যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা মোকাবেলায় সদা প্রস্তুত।
দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে প্রবেশ টিকিটে র্যাফেল ড্র-এর সুবিধা। আলাদা কোনো লটারি টিকিট ছাড়াই তারা পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার।
চেয়ারম্যান মো. বাদল মিয়া আরও বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে গ্রামীণ কুটির শিল্প ও নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।
Leave a Reply