মেহেদী হাসান জিহাদ (বগুড়া প্রতিনিধি):বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারে বগুড়ায় জেলা বিএনপির আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় নবাববাড়ী সড়কের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভায় প্রধান বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। তাঁরা বলেন, “ফ্যাসিস্ট সরকারের ছত্রছায়ায় বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা চলছে। মামলা, হামলা ও গুমের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদের দমন করার চেষ্টা করা হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রীকেও মামলায় জড়ানো হয়েছে।”
বক্তারা আরো বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্যোগময় সময়েও সাহসী ও সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে বিএনপিকে গতিশীল রেখেছেন। এই প্রেক্ষাপটে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের পাশাপাশি দলের সদস্য পদ নবায়ন কর্মসূচি জোরদার করা হবে।
সভায় ২৩ ও ২৪ মে বগুড়ায় অনুষ্ঠিতব্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ আয়োজন ‘তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার ও সমাবেশ সফল করার পরিকল্পনা গৃহীত হয়। এছাড়া আসন্ন মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণার রূপরেখাও সভায় নির্ধারণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন:বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা,মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা সহ-সভাপতি আহসানুল তৈয়জব জাকির, এম আর ইসলাম স্বাধীন,সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম,মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির নেতারা দলীয় ঐক্য বজায় রেখে নির্যাতনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply