1. mdmirhossainmolla.bd@gmail.com : admi2017 :
  2. editor@banglarrup.com : Banglar Rup : Banglar Rup
রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ পর্দা নামছে ইউরোপের শীর্ষ তিন লিগের, শিরোপার ফায়সালা আগেই হয়ে গেলেও আজ অনেক হিসাব মেলানোর রাত কুমিল্লা-১০ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফী নজরুল জয়ন্তীতে চিত্রকল্পে জীবন্ত জাতীয় কবি তিন দিনব্যাপ ভূমি মেলা উদ্বোধন নিঃরব বিষন্নতা ভুয়া হোমিও চিকিৎসক মোঃ বেলাল হক নাকের পলিপাস বিশেষজ্ঞ পরিচয় প্রতারণা করে আসছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে… জনপ্রিয়তা দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে কামরুল হুদা! কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে সম্ভাব্য দুই প্রার্থীর মধ্যে… জনপ্রিয়তা দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছে কামরুল হুদা! রাজশাহীর জন নিরাপত্তা বিঘ্নকারী ট্রাইব্যুনাল ও দায়রা জজ -২ আদালতে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড ৬ মাসের শিশুর গলায় লিচুর বিচি আটকে মর্মান্তিক মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৩ বার

মোঃ রবিউল মুন্সী: বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টা থেকে প্রশাসনিক ভবনের নিচতলায় শিক্ষার্থীরা এই অনশন শুরু করেন। তারা অভিযোগ করেছেন, উপাচার্যের স্বৈরাচারী আচরণ, প্রশাসনিক দুর্বলতা এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উপেক্ষার প্রতিবাদেই তারা এই কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন।

শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা দাবি উত্থাপন করলেও পরে তা সংকুচিত হয়ে এক দফায় নেমে এসেছে—উপাচার্যের পদত্যাগ। আন্দোলনের ২৮তম দিনে এসে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। ইতোমধ্যে অনশনরত শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন এবং একজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমন সংকটময় মুহূর্তে অনশনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের অবস্থার খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং প্রশাসনের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ হাসিবুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক এইচ এম এনামুল হক, দাওয়াহ সম্পাদক কাওসার আহম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য, সাহস ও ন্যায়ের জন্য অবিচল থাকার প্রশংসা করেন এবং শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানে প্রশাসনের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2024
Theme Customized By BreakingNews