সংবাদদাতা: বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া প্রায় ১৩ লাখ ৩৬ হাজার টাকার মাছের খাদ্যসহ একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা চোরচক্রের সাত সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, মোঃ সাদেকুল ইসলাম সাদেক ও মোঃ হাশেম আলী @ বাবু যৌথভাবে একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ট-১৬-৬২২৬) ক্রয় করেন। হাশেম আলী চালক এবং আবু বক্কার সিদ্দিক হেলপার হিসেবে ট্রাকটি পরিচালনা করতেন। ২০২৫ সালের ২৯ এপ্রিল সকালে নন্দীগ্রাম থানার কাথম কোয়ালিটি ফিড মিল থেকে ১৪ টন মাছের খাদ্য (মূল্য ১৩,৩৬,৪২০ টাকা) ট্রাকে লোড করে রওনা দেওয়া হয়। পরবর্তীতে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় ট্রাকটি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়।
এ ঘটনায় ১ মে শেরপুর থানায় একটি মামলা (নং-১/২০২৫) দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আনোয়ার হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা শুরু করেন। ৩ মে বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে চক্রের তিন সদস্য—মোঃ ফারুক, মোঃ হাশেম আলী @ বাবু ও মোঃ আবু বক্কার সিদ্দিক—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁর আত্রাই উপজেলার সোনাডাঙ্গা মহিলা কলেজের পাশে একটি স্থানে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করা হয়। এরপর অভিযান চালিয়ে বগুড়া সদর, সিরাজগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়—মোঃ বেলাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম রায়হান, মোঃ নুর ইসলাম ও মোঃ মোমিন।
চুরি হওয়া ফিডের মধ্যে রাজশাহীর চারঘাট থানার হলিদাগাছি গ্রাম থেকে ৫২৫ বস্তা এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রাম থেকে ১৫৪ বস্তা ফিড উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৬৭৯ বস্তা ফিড জব্দ করা হয়।
শেরপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধে জড়িত ছিল। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।
Leave a Reply