সংবাদদাতা: সাভারের আমিনবাজারে ঘটেছে এক হৃদয়বিদারক ও ভয়ানক হত্যাকাণ্ড। জান্নাতুল জাহান শিফা (২৩) নামের এক তরুণী তার বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধারালো ছুরি দিয়ে হত্যা করেন। শুধু তাই নয়, হত্যার ভয়ঙ্কর মুহূর্তটি নিজের মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। পরবর্তীতে নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বলেন, “আমি আমার বাবাকে খুন করেছি, আমাকে ধরে নিয়ে যান।”
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ মে) ভোরে, ঢাকার সাভারের একটি ভাড়া বাসায়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিফাকে আটক করে এবং তার বাবার—আব্দুর সাত্তার—লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তরুণীটি একাধিকবার মৃতদেহে ছুরি চালাচ্ছেন এবং বলছেন, “এই লোকটি আমার বাবা, সে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে। পুলিশের কাছে গিয়েও কোনো বিচার পাইনি।” ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
জানা গেছে, ২০২২ সালে নাটোরের সিংড়া থানায় বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছিলেন মেয়েটি। সেই মামলায় সাত্তার জেলও খেটেছেন। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর আবার মেয়ের সঙ্গে একই বাসায় থাকতে শুরু করেন এবং মামলা তুলে নেওয়ার জন্য মেয়েটিকে চাপ দিতে থাকেন।
বাসার কেয়ারটেকার রহিজ উদ্দিন জানান, পাঁচ মাস আগে বাবা-মেয়ে ফ্ল্যাটটি ভাড়া নেন, তবে তাদের ব্যক্তিগত বিষয়ে কিছু জানতেন না।
ঘটনার বিষয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, ২০২২ সালের ধর্ষণ মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে মোহাম্মদপুর থানায় সাত্তারের বিরুদ্ধে প্রতারণার একটি মামলা পাওয়া গেছে।
Leave a Reply