কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা ও হিজলাবট আদর্শ গ্রামে ক্ষতিকর আগাছা পার্থেনিয়ামের ব্যাপক বিস্তার দেখা যাচ্ছে । এই আগাছা কৃষিজমি, গোচারণভূমি এবং বসতবাড়ির আশেপাশে দ্রুত ছড়িয়ে পড়ায় পরিবেশ ও জনস্বাস্থ্য রয়েছে হুমকির মুখে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার ধার,বসতবাড়ির আশেপাশে ও ফসলি জমিতে ব্যাপকভাবে বেড়ে উঠেছে ক্ষতিকর আগাছা পার্থেনিয়াম । বছরের পর বছর এই আগাছা দেখে থাকলেও অনেকেই জানেন না এর ক্ষতিকর দিকগুলো।
এবিষয়ে স্থানীয়রা জানান, অনেক আগে থেকেই জমি ও বসতবাড়ির আশেপাশে সাদা ফুলযুক্ত এই আগাছা দেখা যায় । প্রতি বছর চাষাবাদের সময় এই আগাছা কেটে ফেলা হলেও পরবর্তীতে আবারো এটি জন্মাতে দেখা যায় । এই আগাছা মানুষ ও গবাদি পশুর জন্য মারাত্বক ক্ষতিকর হলেও কোন ভাবেই নিমূল করা যাচ্ছে না বলে জানান তারা ।
খোকসা উপজেলা কৃষি অফিসা মোঃ আব্দুল্লাহ আল নোমান জানান, ফসলি জমি, গবাদিপশু ও মানবদেহের জন্য ক্ষতিকর আগাছা পার্থেনিয়াম নিমূলে এবং সচেতনতা বৃদ্ধি লক্ষে কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন।
Leave a Reply