আ: রহিম গাজী / রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার সময় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতির বিষয়ে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগন এর সাথে উপজেলা পর্যায়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন এর সভাপতিত্বে, উপজেলা সমন্বয়কারী মোঃ ইমাম হোসাইন সায়েম সহ রাঙ্গাবালী উপজেলার সকল ইউনিয়ন পরিষদ সচিব গন উপস্থিত ছিলেন। সমন্বয় সভায় সভাপতি বলেন, এখন থেকে প্রতিমাসে অবশ্যই প্রত্যেকটি ইউনিয়নে গ্রাম আদালতের মামলার আবেদন এবং নিষ্পত্তির হার বাড়াতে হবে। প্রতিমাসে অন্ততপক্ষে প্রতিটি ইউনিয়নে পাঁচটি করে মামলা নিষ্পতি করতে হবে। শুনানির মাধ্যমে নিষ্পত্তির হার বাড়াতে হবে। আপনারা কোন সালিশ করবেননা কেননা সালিশের কোন স্থায়ী ভিত্তি নেই। সপ্তাহে একদিন প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের শুনানির দিন ধার্য করতে হবে।
Leave a Reply