ছাব্বির হোসেন বাপ্পি:রাজবাড়ী জেলায় বি আর টি এ ড্রাইভারের লাইসেন্স ও ভোগান্তির দুদকের অভিযানে চালিয়ে ৪ দালাল চক্র গ্রেফতা।দালাল চক্র হলেন, আকরাম,লিয়াকত, মুরাদ, পিয়াল।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি পরিচালক (ইঞ্জি) এর কার্যালয়ে বি আর টি এ থেকে ধরেন দুদক। রাজবাড়ী জেলায় ফরিদপুর দুদকের টিম অভিযান পরিচালনায় ৪ জন দালাল চক্রকে আটক করেন।বিভিন্ন গাড়ির লাইসেন্স বাবদ জনগণের কাছে থেকে নানা প্রকার বাহনার কথা বলে টাকা নিতেন। ছদ্মবেশে দুদক অভিযান চালিয়ে বিভিন্ন রকম কাজের তথ্য সংগ্রহ করেন লাইসেন্স পরীক্ষায় না পারলে টাকা নিতেন বলেন দুদক।
Leave a Reply