মো: বিলাল উদ্দিন: আগামী শুক্রবার (৯ মে) জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্বে থাকা জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সাবেক যুগ্ম সদস্য সচিব রাফে সালমান রিফাতের নেতৃত্বে নতুন একটি ‘রাজনৈতিক প্ল্যাটফর্ম’ এর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হতে যাচ্ছে। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামে রাজনৈতিক এই প্ল্যাটফর্ম আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বলে জানা গেছে।
আজ সোমবার (৫ মে) “দৈনিক বাংলার রুপ” কে বিষয়টি নিশ্চিত করে রাজনৈতিক এই প্ল্যাটফর্মটির প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ বলেন, আগামী ৯ মে বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আমাদের প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তবে এখনই রাজনৈতিক দল হিসেবে আমরা আসছি না। দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্বের প্রতিষ্ঠা, সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠাকরণ, সামাজিক নিরাপত্তা বিধান এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন এই প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা।
তিনি আরও বলেন,জুলাই গণ-অভ্যুথানের শহীদ পরিবার ও আহত যোদ্ধারা উপস্থিত থাকবেন। ওইদিন সেখানে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply