সংবাদদাতা: ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন না করে আত্মীয় ও চাটুকার দিয়ে সংগঠন দখলের অপচেষ্টার বিরুদ্ধে ফুঁসে উঠেছে পদপ্রত্যাশী নেতাকর্মীরা। আজ রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সংগঠনের মাঠের পরীক্ষিত সৈনিকেরা।
সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন শতাধিক পদপ্রত্যাশী ছাত্রদল নেতা। মিছিল-স্লোগানে তারা অভিযোগ করেন—রাজপথের পরীক্ষিত যোদ্ধারা অবহেলিত, আর যারা ৫ আগস্টের পর রাজনীতিতে এসেছেন, চাটুকারিতা আর আত্মীয়তাকে পুঁজি করে তারা এখন নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে।
এক নেতা ক্ষোভে বলেন, “আমরা হামলা-কারাবরণ সহ্য করেছি, আর এখন পদ দিচ্ছেন ‘তেলওয়ালা’ আর ভাগিনাদের। ছাত্রদলের নাম ব্যবহার করে ব্যক্তিগত ব্যবসা সাজানোর অপচেষ্টা চলছে। শহীদ জিয়ার আদর্শ ভুলে নিজের পকেট ভারী করতেই এখনকার নেতাদের আগ্রহ বেশি।”
বিক্ষোভে অংশ নেওয়া একজন সাবেক কেন্দ্রীয় নেতা বলেন, “প্রতিদিন সময় দিচ্ছেন, কিন্তু প্রতিদিনই প্রতারণা করছেন। আমরা সামাজিকভাবে এখন বিব্রত। নেতাকর্মীরা প্রশ্ন করে—তোমাদের আসলে সংগঠনে জায়গা হয়নি কেন?”
নেতারা অভিযোগ করেন, আংশিক কমিটির পর এক বছর এক মাস পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটির কোনো অগ্রগতি নেই। প্রতিশ্রুতি, আশ্বাস—সবই এখন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। তারা সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তরুণদের ত্যাগের মূল্য না দিলে ছাত্রদল নামে কিছু থাকবে না। ঢাকঢোল পিটিয়ে হলেও আমরা আমাদের জায়গা আদায় করে নেব।”
শেষে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “যারা শহীদ জিয়ার সৈনিক দাবি করেন, তাদের ভিতরে যদি সামান্য আদর্শ বেঁচে থাকে, তাহলে অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করুন। নয়তো ছাত্রদল হয়ে উঠবে আস্থাহীন, বিব্রত ও ছাঁটাই হওয়া কর্মীদের ছায়া।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রদল বা বিএনপির কেন্দ্রীয় নেতাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Leave a Reply